Home / লাইফ স্টাইল / ‘নারীর যৌনতার আগ্রহ কেবলই অভিনয়’

‘নারীর যৌনতার আগ্রহ কেবলই অভিনয়’

নারীর যৌনতা নিয়ে পুরুষ কী মনে করে এ ধরনের কয়েকটি বিষয়ে মন্তব্য করেছেন নারীরা। তারা জানিয়েছেন পুরুষ প্রায়ই নারীর যৌনতার আগ্রহ প্রকাশকে মিথ্যা কিংবা শুধুই যৌনতার ভান বলে মনে করেন।

যদিও বিষয়টি সঠিক নয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট।

সম্প্রতি রেডিট ডিসকাশনে নারীরা যৌনতা বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দেন। এতে তারা জানিয়েছেন একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি ছিল ‘নারী সম্পর্কে পুরুষ যে ধারণা করছে তার মধ্যে আপনার জানামতে কোনটি সম্পূর্ণ ভুল’?

নারীদের সম্পর্কে পুরুষ যে ধারণা করে তার সত্য-মিথ্যা উঠে আসে এ প্রশ্নের উত্তরে। এতে দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু ভুল ধারণা সম্পর্কেও জানা যায়।

এক নারী জানিয়েছেন, তিনি যখন চ্যাপস্টিক লাগাচ্ছিলেন সে সময় এক পুরুষ জিজ্ঞাসা করেছিল, তাকে চুমু খাওয়ার ইচ্ছে থেকেই তিনি এমন করছেন কি না! তবে বাস্তবে তার এমন কোনো ইচ্ছে ছিল না।

অন্য এক নারী বলেন, এক পুরুষ ধারণা করছিল তার চশমাটি সত্যিকার পাওয়ার নেই। শুধু তাকে যেন কিউট দেখায় সে জন্যই এ চশমা পরেছেন কি না! এ প্রসঙ্গে তিনি জানান- না, বিষয়টি বাস্তবেই চোখের সমস্যা।

অন্য একটি বিব্রতকর বিষয় জানিয়েছেন এক নারী। তিনি বলেন, তিনি যৌনতায় আগ্রহী হলেও তার সঙ্গী মনে করেন তিনি মিথ্যা আগ্রহ প্রকাশ করছেন। যদিও বাস্তবে সত্যিই তিনি যৌনতায় আগ্রহী ছিলেন।

অন্য এক নারীও এ বিষয়টিকে সমর্থন করেন। তিনি বলেন, পুরুষ সব সময়ই নারীর যৌনতার বিষয়টিকে বুঝতে পারে না। নারীরা যৌনতা কামনা করে, এ বিষয়টিকেই অনেকে বুঝতে পারে না।

অন্য এক নারী বলেন, অনেক পুরুষই মনে করেন নারীরা সর্বদা একে অন্যকে ঘৃণা করে। যদিও সে ধারণা সঠিক নয়।