Home / সংবাদ / বন্ধুদের আড্ডার সময় মেয়ে দেখলেই দৈহিক বাহ্যিক অভ্যন্তরীন গঠনের সমালোচনা করা ছেলেটি…..

বন্ধুদের আড্ডার সময় মেয়ে দেখলেই দৈহিক বাহ্যিক অভ্যন্তরীন গঠনের সমালোচনা করা ছেলেটি…..

বন্ধুদের ইনবক্সে স্ক্যানডাল এর লিংক ছড়ানো ছেলেটি আজ বন্ধুদের হাতে পায়ে ধরছে একটা ভিডিও ক্লিপস কে ভাইরাল না করার জন্য । লিংক শেয়ার না করার জন্য ।

কারণ ঐ স্ক্যানডাল ক্লিপস টি তার বড় বোনের
একটু আতেঁল গোছের ছেলে দেখলেই প্রেমের ফাঁদে ফেলে নানা প্রতারণায় জড়ানো মেয়েটি আজ তার বান্ধবীদের এসব না করার জন্য মোটিভেশন দেয় । কারণ গত সপ্তাহে প্রেমের জন্য যে ছেলেটি আত্মহত্যা করেছে সেটি তারই হতভাগা ভাই
বন্ধুদের আড্ডার সময় মেয়ে দেখলেই দৈহিক বাহ্যিক অভ্যন্তরীন গঠনের সমালোচনা করা ছেলেটিও আজ বন্ধুদের সাথে এসব নিয়ে ঝগড়া করে,

তাদেরকে নারীত্বের সম্মান দিতে বলে । কারণ গত পরশু কলেজ থেকে ফেরার পথে ইভটিজিং এর জন্য যে মেয়েটি গলায় ফাঁস দিতে গিয়েছিলো সে মেয়েটি তারই একমাত্র আদুরে ছোটবোন ।
লোকাল বাসের মধ্যে নারীদের গা ঘেঁষে মজা নেওয়া ছেলেটিও আজ সবাইকে সাইড করে দিচ্ছে । বাসের মধ্যে খেয়াল রাখছে যেনও গায়ে গা না লাগে ।কারণ সামনে দাঁড়ানো মহিলাটা তার মা
মেয়ে দেখলেই বাইকে তুলে দূরে কোথাও হারিয়ে যাওয়ার অফার করত যে ছেলেটি , সেও আজ তার বোনকে শাসাচ্ছে অন্যের বাইকে করে বাড়ি ফেরার জন্য
কাল্পনিক হলেও বাস্তবতা এমনই । চেতনা ততক্ষন অবধি জাগে না যতক্ষন না নিজের ঘাড়ের উপর পড়ে
অন্যের জিনিস নিয়ে টানাটানি নাড়াচাড়া করার আগে নিজেদের কথাও ভাবা দরকার । অন্যের খাবারে আমি বিষ ছিটালে আমারে খাবারে ত আর অন্য কেউ গোলাপজল ছিটাবে না !!
উপর দিকে থু থু ছিটালে তা শূন্যে বিলীন হয় না । কিছুক্ষন পর নিজের উপরই পড়ে ।