Home / খেলাধুলা / স্ত্রীর হাত ছেড়ে এগিয়ে কার সঙ্গে ছবি তুললেন ধোনি

স্ত্রীর হাত ছেড়ে এগিয়ে কার সঙ্গে ছবি তুললেন ধোনি

ভারতের মুম্বাইয়ে শনিবার অনুষ্ঠিত হলো রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত ছিলেন ভারতের সব তারকা-মহাতারকারা। শাহরুখ খান, অমিতাভ বচ্চনদের মতো বলিউডের মহাতারকাদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিল দেব, শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডের মতো রথী-মহারথীরাও।

অনুষ্ঠানে প্রবেশ করতেই আলো কেড়ে নেন ধোনি। স্যুটেড-বুটেড ধোনির সঙ্গে নজর কাড়েন কালো শাড়িতে তার স্ত্রী সাক্ষী সিংও। এ দুজনের সঙ্গী ছিলেন ভারতের তরুণ তারকা ক্রিকেটার হার্দিক পান্ডে।

এক ফ্রেমে তিনজনকে ক্যামেরাবন্দী করার লোভ সামলাতে পারেননি অনুষ্ঠানের আলোকচিত্রীরা। সে সময় তিনজনকে পোজ দিতে অনুরোধ করেন তারা। তিন জন একসঙ্গে দাঁড়ানোর পর অবশ্য আলোকচিত্রীরা ধোনি-হার্দিককে প্রথমে ফ্রেমবন্দি করার আবদার জানান। এ কথা শুনে সবাইকে অবাক করে দিয়েই হাসিমুখে বেরিয়ে যান সাক্ষী।

বিস্মিত ধোনি অবাক হয়ে তাকিয়ে থাকেন স্ত্রীর দিকে। অবশ্য ধোনিও ছিলেন মজার আমেজেই। সাক্ষী হাত ছেড়ে এগিয়ে যেতেই হার্দিককে জড়িয়ে ধরে ছবি তোলেন ধোনি।

আরও কিছু ভিডিও পোস্ট

স্ত্রীকে খুশি করার সহজ কিছু উপায় জেনে নিন, সারাজীবন কাজে লাগবে

আপনার ত্বকের উজ্জ্বলতা যেভাবে ফিরিয়ে আনবেন ভাতের ফ্যান দিয়ে..

২ চামচ পেঁপের বীজের সঙ্গে এক চামচ খাঁটি মধু মিশিয়ে খেয়েছেন কখনো?

ভায়াগ্রা নয় গোপন দুর্বলতায় খান কালোজিরা, জেনেনিন কিভাবে খাবেন…

মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে কি হয়? জানলে এখন ই খাবেন…

মেথি ব্যবহার করে সহজেই ওজন কমানোর দারুণ ৫টি কৌশল শিখে নিন,

বিনা পয়সার যে খাবারটি যৌ’বন ধরে রাখে ও নতুন চুল গজায়ঃ দেখে নিন কিভাবে খাবেন…

এরপর সাক্ষীও যোগ দেন ধোনির সঙ্গে। তখন অবশ্য সরে যেতে হয়েছিল হার্দিককে! এ সময় আরও একপ্রস্থ হাসাহাসি হয় সেখানে। পুরো ঘটনাটির ভিডিও প্রকাশ পেতেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।