Home / বিনোদন / যার কারণে শত্রুতা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব-মিশা

যার কারণে শত্রুতা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব-মিশা

আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে শাকিব খানের ‘শাহেনশাহ’ সিনেমাটির শুটিং। সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ফারিয়া ছাড়াও থাকছেন আরও একজন নায়িকা। যা জানা যাবে ছবিটির মহরতের দিন। ছবিটির প্রযোজক সেলিম খান জানিয়েছেন আগামী ৫ সেপ্টেম্বর ছবিটির মহরত হওয়ার কথা। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

নতুন খবর হচ্ছে, এ ছবিতে দেখা যাবে মিশা সওদাগরকেও। তবে পায়ের লিগামেন্টে আঘাত পেয়ে পুরনো ব্যাথা বেড়ে গেছে মিশা সওদাগরের। ফলে চিকিৎসক তাকে ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

মিশা বলেন, ‘শাহেন শাহ ছবিতে আমি আছি। শুটিং শুরুর আগেই তো অসুস্থ হয়ে বিশ্রাম নিতে হচ্ছে। অন্য ছবির শুটিংয়ের ডেটও পিছিয়ে দিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন শিগগিরই সুস্থ হয়ে উঠি।’ মিশা সওদাগর এ পর্যন্ত প্রায় আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মাঝখানে অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও আবার ফিরেছেন তিনি।

জুমবাংলানিউজ