Home / বিনোদন / অভিনেত্রি দিভ্যা ভারতীর বোন তার থেকেও বেশী সুন্দরী, এই ছবিগুলি দেখলেই বুঝবেন

অভিনেত্রি দিভ্যা ভারতীর বোন তার থেকেও বেশী সুন্দরী, এই ছবিগুলি দেখলেই বুঝবেন

বলিউডে অনেক অভিনেতা অভিনেত্রি আসে আর সকল দর্শকের মনে তাদের জায়গা করে নেয় । সেই রকমি একটি অভিনেত্রি হলেন দিব্যা ভারতী ।আর সে তার সময় কার সব থেকে বড় অভিনেত্রি ছিলেন আর তার দারুণ অভিনয়ে সকলেই খুব মুগ্ধ হত ।আর সকলেই তাকে খুব পছন্দ করত ।আর যদি সেই সব ফিল্মে কোন বোল্ড সিন থাকত তাহলে তিনি মন খুলে করতেন ।

কোন রকম মনে সংসয় রেখে করতেন না । আর আজ আমরা যার নিয়ে কথা বলব সে হল দিব্যার বোন ।

দিব্যা ভারতীর চাচা তুতো বোন হল Kainaat Arora ।আর সে তার বলিউডের জীবন শুরু করে ছিল অক্ষয় কুমারের ফিল্ম খাট্টা মিঠা তে কিন্তু সেই ফিল্মটি সেই রকম বড় সফলতা পায়নি ।কিন্তু কখন কোন কাজে হার মানা উচিত নয় যতক্ষন না সেই কাজটি হচ্ছে ।আর শেষ পর্যন্ত তার সফলতায় পৌছে গেছে।

আর আজ আমরা কথা বলব দিব্যা ভারতীর বোনের নিয়ে ।আর তার বোনের নাম হল Kainaat Arora ।আর সে নিজের পরিচয় বলিউডে তৈরি করে চলেছে ।আর তার বয়স এখন ৩৬ বছর ।আর সে তার জীবন শুরু করেছিল মডেলিং করে আর এখন সে ফিল্ম জগতে মন দিয়েছে ।


আর তার ফিল্ম আমরা সকলেই দেখেছি ।তার ফিল্মের মধ্যে অন্যতম হল গ্রান্ড মস্তি আর সেই ফিল্মে আমরা তার বোল্ড লুকে দেখেছি ।আর সি ফিল্মে সে মারলো এর চরিত্রে অভিনয় করেছিল ।আর সেই ফিল্মে তাকে সকলের খুব পছন্দ হয়েছিল ।আর এই ফিল্মটি খুব হিট হয়েছিল ।এই ফিল্মটি অনেক হাসির সিন করা হয়েছিল ।

আর এই ফিল্মে সে খুব হট লুকে সকলের নজরে এসেছিল ।আর এই ফিল্মের পর তার কপাল খুলে যায় আসতে আসতে সকলেই তাকে জানতে থাকে ।আর তার ফ্যান সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে ।Kainaat Arora এর ছবি এখন ইন্টারনেটে খুব ভাইরাল হয় ।

আর তার ফিল্মের চরিত্র গুলি সাইড রোলের হয়ে থাকে ।আর সেই সব ফিল্মে তাকে বেশী পছন্দ করা হয় যেগুলি একটু বোল্ড রকমের হয়ে থাকে ।আর সে কোন কিছুতেই কম নয় ।