Wednesday , January 16 2019
Home / লাইফ স্টাইল / মাকড়শার উৎপাত থেকে রেহাই পাওয়ার উপায়

মাকড়শার উৎপাত থেকে রেহাই পাওয়ার উপায়

ঘরে মাকড়সার উৎপাত কি খুব বেড়েছে? ঘরের কোণায় কোণায় ঝুল জমছে। ছোট ছোট মাকড়শার আনাগোনা দেখা যাচ্ছে? তেলাপোকা, পিঁপড়ার মতো মাকড়শাও বাসা বাড়িতে বাসা বাঁধে। তাতে ঘরের সৌন্দর্য তো নষ্ট হয়ই, অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হয়।

প্রায়ই দেখা যায় মাকড়শা ডিম পাড়ছে, আর সেই ডিম ফেটে অসংখ্য মাকড়শা চোখের পলকে সারা ঘরে ছড়িয়ে যায়। আকারে এত ছোট হয় এগুলো সহসা চোখেও পড়ে না। কিছু মাকড়শা বিষাক্তও হয়। যেগুলো কামড়ালে শরীরে ক্ষতি হতে পারে।

তবে এই মাকড়শা তাড়ানোরও খুব সহজ উপায় রয়েছে। তাতে মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না। খরচও খুব সমান্য। জেনে নিন মাকড়শা তাড়ানোর পদ্ধতি –

প্রথমে ১ কাপ সাদা ভিনেগার আর ১ কাপ পানি ভাল করে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণ ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন যেখানে মাকড়সা বেশি দেখা যায়। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড যার গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।

বাজার চলতি কীট-পতঙ্গনাশক স্প্রে দাম দিয়ে না কিনে ব্যবহার করে দেখুন ঘরোয়া এই মিশ্রণ। উপকার পাবেন।