Home / সংবাদ / কী চায় সরকার, প্রশ্ন নজরুলের

কী চায় সরকার, প্রশ্ন নজরুলের

কী চায় সরকার- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে আবার কারাগারে নিয়ে যাওয়ায় নিন্দা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন,‘তার আরও উন্নত চিকিৎসার দরকার ছিল।’

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ লেবার পার্টির সংহতি সমাবেশে এ কথা জানান নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)হাসপাতাল থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হলো। আমরা এই অমানবিক এবং অন্যায় যে সিদ্ধান্ত এটার নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘তার যেখানে আরও উন্নত চিকিৎসার দরকার সেখানে তার চিকিৎসা বন্ধ করে কারাগারে নিয়ে যাওয়া হলো। কী চায় সরকার?’

সূত্র- আমাদের সময়