Home / খেলাধুলা / ইমামের ইনজুরির ফলে কপাল খুলে গেল যার

ইমামের ইনজুরির ফলে কপাল খুলে গেল যার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন ইমাম উল হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতের কনুইতে ব্যাথা পান তিনি।

তার ফলে দলে জায়গা পেয়েছেন ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘বৃহস্পতিবার ফিল্ডিং করার সময় বাঁহাতে ব্যথা পেয়েছেন ইমাম-উল-হক। যার ফলে তার কনিষ্ঠায় চিড় ধরা পড়েছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেই দলের বড় সংগ্রহে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন ইমাম। ম্যাচের প্রথম ইনিংসে খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৮ রান।

ইমামের ইনজুরিতে দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তান একাদশে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা ফখর জামানকে। তাছাড়া আজহার আলী একধাপ উপরে এসে ওপেনিংয়ে ব্যাট করতে পারেন।