Home / খেলাধুলা / ঢাকা টেস্ট নিয়ে যা বললেন তামিম

ঢাকা টেস্ট নিয়ে যা বললেন তামিম

বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারনে আপাতত বাংলাদেশ দলের বাইরে আছেন। আর তার অভাব আমরা জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচে বুজতে পাড়ছি। এদিকে দলে ফিরার জন্য তিনদিন ধরে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করছেন তামিম ইকবাল।

এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ফিরে জাতীয় দলের ফিজিও বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর একাডেমি মাঠে চলে যান তামিমের সঙ্গে দেখা করতে। ব্যাটিং অনুশীলনের পর তামিম ফিজিওর সঙ্গে কথা বলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই ফিরতে চান এই বাঁ-হাতি ওপেনার। এদিকে জিম্বাবুয়ের সাথে এমন হারের পর সবার মতো তামিম ইকবালও হতাশ জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে চারদিনে হেরে যাওয়ায়।

তিনি বলেন কখনোই ভাবিনি যে জিম্বাবুয়ের কাছে হারব। সবাই আশা করেছিল আমরা টেস্টা জিতব। এভাবে হারলে সবাই কষ্ট পায়। হতাশ হয়। তিনি আরও বলেন, টেস্টেও ভালো করতে ক্রিকেটাররা কষ্ট করছে। এত কষ্ট করার পরও যখন ফল ভালো হয় না, তখন সবাই হতাশ হয়।

তামিম বলেন নিশ্চিত বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ঢাকা টেস্টে আমাদের দল ঘুরে দাঁড়াবে। এ ব্যাপারে আমি নিশ্চিত। এখন বলাবলি হচ্ছে যে, আমরা ওয়ানডের মতো টেস্ট খেলতে পারছি না। টেস্ট ক্রিকেটেও উন্নতি করছি আমরা। এটা ঠিক যে, যতটা ভালো করার দরকার ছিল ততটা হয়নি। তাই বলে কেউ যদি বলেন, আমরা কিছুই করতে পারছি না, কখনোই তা মনব না